বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মিছিল  

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মিছিল  

নীলফামারী জলঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির  নেতাদের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের করা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটির ব্যানার নিয়ে স্থানীয় শহীদ মিনার থেকে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিব রক্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা আব্দুল হাকিম শাওন, তানজিম ইসলাম সাবাব, পারভেজ হোসেন সাব্বির, আব্দুল্লাহ আল নাহিদ, মোহাইমেনুল ইসলাম সানা প্রমুখ। বক্তারা বলেন, মামলা বাণিজ্যকারী, চাঁদাবাজ, আ.লীগের সেল্টারদাতা, বিএনপির লেবাসে আ.লীগের এজেন্ডা বাস্তবায়নকারী, বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির সদস্যকে প্রাণনাশের হুমকি প্রদান ও থানায় মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হকের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ  সমাবেশ আমরা মিলিত হয়েছি। বিএনপির হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই নেতাকে পদ-পদবি হতে অব্যাহতি দিয়ে এবং ছাত্রনেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম বলেন, এরশাদের সময় কাল থেকে ৪৫ শতক জমির উপর ভিডিপি ক্লাব ও গাছ রয়েছে এবং এ জমির উপর আদালতে মামলা চলমান। সেখানে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। একজন মেডিকেল ভর্তি আছে। আমি গাছ কাটা ও মারামারির বিরুদ্ধে প্রতিবাদ করায় ওরা আমার বিরুদ্ধে মিছিল করে।

টিএইচ